প্রধান ফটক।
বরগুনা জেলা কারাগারটি বরগুনা শহরের প্রাণ কেন্দ্রে মৃত আসমাতউল্লাহ সড়কে অবস্থিত। ইহা ১৯৬৯ সালে উপ কারাগার হিসেবে যাত্রা শুরু করে। কালের বিবর্তনের সাথে সাথে ১৯৮৬ সালে উক্ত কারাগারটি জেলা কারাগারে রুপান্তরিত হয়। বরুগনা জেলা কারাগারের আয়তন ৪ একর। কারাভ্যন্তরে জমির পরিমান ১.৯৭ একর এবং বহিঃস্থ জমির পরিমান ২.০৩ একর। কারাভ্যন্তরের জমির উপর বন্দী ব্যারাক, মহিলা ওয়ার্ড, সেল ভবন, রান্নঘর, হাসপাতাল, শিশু ওয়ার্ড, পুকুর, কারা ক্যান্টিন, সবজি বাগান, ফুলের বাগান এবং খেলার মাঠ রয়েছে। কারাগারের বাহিরে ২.০৩ একর ভূমিতে স্টাফদের কোয়ার্টার, কারারক্ষী ব্যারাক, প্যারেড মাঠ, খাদ্য গুদাম, পাম্প হাউজ বিদ্যমান। গড়ে প্রতিদিন ৪০০ শতাধিক বন্দী অত্র কারাগারে অবস্থান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS